Thursday, June 5, 2014

রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের) প্রেমই ঈমানের ভিত্তি

আল্লাহ তা’য়ালা ইরশাদ ফরমান:
 ﻗُﻞْ ﺍِﻥْ ﻛَﺎﻥَ ﺍَﺑَﺎﺅُﻛُﻢْ
ﻭَﺍَﺑْﻨَﺎﺅُﻛُﻢْ ﻭَ ﺍِﺧْﻮَﺍﻧُﻜُﻢْ ﻭَ ﺍَﺯْﻭَﺍﺟُﻜُﻢْ ﻭَ ﻋَﺸِﻴْﺮَﺗُﻜُﻢْ
ﻭَﺍَﻣْﻮَﺍﻝُ ﻥِ ﺍﻗْﺘَﺮَﻓْﺘُﻤُﻮْﻫَﺎ ﻭَﺗِﺠَﺎﺭَﺓٌ ﺗَﺨْﺸَﻮْﻥَ
ﻛَﺴَﺎﺩَﻫَﺎ ﻭَﻣَﺴَﻜِﻦُ ﺗَﺮْﺿَﻮْﻧَﻬَﺎ ﺍَﺣَﺐَّ ﺍِﺍَﻳْﻜُﻢْ ﻣِّﻦَ
ﺍﻟﻠَّﻪِ ﻭَﺭَﺳُﻮْﻟِﻪِ ﻭَ ﺟِﻬَﺎﺩٍ ﻓِﻰْ ﺳَﺒِﻴْﻠِﻪِ ﻓَﺘَﺮَﺑَّﺼُﻮْﺍ ﺣَﺘَّﻰ
ﻳَﺎْﺗِﻰَ ﺍﻟﻠَّﻪُ ﺑَﺎَﻣْﺮِﻩِ ﻭَﺍﻟﻠَّﻪُ ﻵ ﻳَﻬْﺪِﻯْ ﺍﻟْﻘَﻮْﻡَ ﺍﻟْﻔَﺴِﻘِﻴْﻦَ
(হে নবী, তুমি বলে দাও- ওহে লোক সকল, তোমাদের মাতা-পিতা, সন্তান, ভাই, পত্নী, স্বগোষ্ঠী, অর্জিত সম্পদ, ব্যবসা-বাণিজ্য যার মন্দা পরার আশংকা কর, এবং তোমাদের পছন্দনীয় বাসস্থান-এসবের কোন একটি যদি তোমাদের কাছে আল্লাহ, তার রাসুল এবং তার পথে চলার প্রচেষ্ঠা থেকে অধিক প্রিয় হয়, তাহলে আল্লাহর শাস্তি আসা পর্যন্ত আপেক্ষা কর। আল্লাহ তা’য়ালা অবাধ্যদেরকে সৎপথ প্রদর্শন করেন না।
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান :
ﻻَ ﻳُﻮْﻣِﻦُ ﺍَﺣَﺪُﻛُﻢْ ﺣَﺘَّﻰ ﺍَﻛُﻮْﻥَ ﺍَﺣَﺐَّ ﺍِﻟَﻴْﻪِ ﻣِﻦْ ﻭَﺍﻟِﺪِﻩِ ﻭَﻭَﻟَﺪِﻩِ ﻭَﺍﻟﻨَّﺎﺱِ ﺍَﺟْﻤَﻌِﻯْﻦَ
তোমাদের কেউ ততক্ষন পর্যন্ত ইমানদার বলে গন্য হবে না, যতক্ষন পর্যন্ত না আমি তার কাছে তার পিতা-মাতা, সন্তান- সন্ততি এবং সমস্ত মানুষ থেকে অধিক প্রিয় না হই ।

(বুখারী ও মুসলিম)

No comments:

Post a Comment